খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ২য় ধাপের নির্বাচন ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঘোষণাকৃত তফসিলে খাগড়াছড়ি জেলার ২টি উপজেলার ১০টি ইউনিয়নে র নাম রয়েছে। তারমধ্যে মাটিরাঙ্গা উপজেলার(সদর মাটিরাঙ্গা, তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলি, গোমতি,বেলছড়ি)ও গুইমারা উপজেলা (সদর গুইমারা, সাপছড়ি, সিন্দুকছড়ি) পড়েছে।
তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।
মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর ও ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর এবং ভোট গ্রহন করা হবে ১১ নভেম্বর।
২য় ধাপে সারা দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। সে অনুযায়ী এসব ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন(ইসি)।
এই সুসংবাদ ঘোষণার পরেই এই দুই উপজেলাবাসীর সকল ইউনিয়নের প্রার্থীসহ জনসাধারণের মাঝে উৎসব বিরাজ করছে।