মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে দেশীয় তৈরী অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযান চালিয়ে একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বাইশারী ইউনিয়নের ২৮০নং আলীক্ষ্যং মৌজাস্থ লেদুখালের পাশে একটি রাবার বাগানের খামার এলাকায় এসআই মোহাম্মদ গোলাম মোস্তফার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানা ও আলীক্ষ্যং ক্যাম্প পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা ও আলেক্ষ্যং পুলিশ ক্যাম্পের সদস্যরা বাইশারীর লেদুখালের পাশে একটি রাবার বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি খামার থেকে একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় পুলিশ অভিযানের টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ার কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।