বাঘাইছড়ি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে দেশব্যাপী ৭৫ লাখ গণটিকা প্রদান কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার, সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতেও কোভিট-১৯ গণটিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় একযোগে ১-টি পৌরসভা ও ৬-টি ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ প্রদান করা হয়। উক্ত টিকা প্রদান কার্যক্রমে প্রতিটি ইউনিয়ন পর্যায় ৫০০শত টিকা এবং পৌরসভায় ১০০০-টিকা প্রদান করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য যে গণটিকা কেন্দ্র গুলোতে টিকার সংখ্যার চেয়েও লোকজনের অধিক উপস্থিত লক্ষ্য করা যায়, এ নিয়ে দায়িত্বরত কর্মচারিগণ কে হিমসিম খেতে হচ্ছে। অপর দিকে টিকা নিতে আসা জনৈক ব্যক্তি প্রধানমন্ত্রী’কে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনার জন্য দীর্ঘদিন আমরা কর্মহীন ছিলাম,মনে ভয় ছিলো, জীবিকা নির্বাহে ছিলো টানাপোড়েন, ছেলে/সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তায় ছিলাম, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, মনের ভয় কাটছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে। প্রধানমন্ত্রীর জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।