কাপ্তাই প্রতিনিধি:- কুঁড়েঘর সনাতনী পরিবার গত ২৪ শে সেপ্টেম্বর ২০২১ ইং,রোজ : শুক্রবার বাঙ্গালহালিয়াস্থ সনাতন ঋষি আশ্রমে শারদীয় দূর্গোপূজো উপলক্ষে অনাথ ছাত্র ছাত্রীদের মাঝে ভালোবাসা দান (বস্ত্রদান),শিক্ষা সামগ্রী প্রদান,
বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় জগৎ গুরুর পূজো, শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ,মঙ্গল প্রদীপ প্রজ্জলন,দুপুরে শাকান্ন ভোজন,ভক্তি মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,গ্রুপ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কুঁড়েঘর সনাতনী পরিবার কৃর্তক আয়োজিত উক্ত আলোচনা সভায় উদ্বোধক ছিলেন শ্রী শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, প্রধান অতিথি ছিলেন কুঁড়েঘর সনাতনী পরিবারের প্রতিষ্ঠাতা এডমিন শ্রীমান জয় দে,সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা এডমিন শ্রীমান বিপুল তালুকদার,সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাবেক এডমিন ও বর্তমান পরামর্শক শ্রীমান বাবলু দে।
বক্তব্য রাখেন গ্রুপের এডমিন জয়া বিশ্বাস,সহযোদ্ধা নিলয় চৌধুরী,শ্রুতি দে, অধ্যাপক রূপন কান্তি দে,
সঞ্চালনায় ছিলেন শ্রীমান রাজবীর আকাশ।
উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমান উজ্জ্বল মল্লিক, রাজ দে রনি,রুমন গুপ্ত,অনিক দাশ,রাহুল দাশ,সৌরভ দে,অলক চক্রবর্তী, বিজয় দাশ অর্ক,জয়শ্রী শীল,মিথিলা দেবী, হৃদয় দাশ,সজীব সরকার,জয় বিশ্বাস,রানা ধর,রিতু বিশ্বাস,বৈশাখী দাশ,সূজন দাশ।
সভাশেষে মন মুগ্ধকর ম্যাজিক প্রদশন করেন সহযোদ্ধা রাজবীর আকাশ।
প্রধান অতিথির বক্তব্যে জয় দে বলেন,কুঁড়েঘর সনাতনী পরিবারের সকল সারথি এবং মানবতা প্রেমি দাদা/দিদিরা দেশ-বিদেশ থেকে যেভাবে অর্থ,পরামর্শ, সাহস ও শ্রম দিয়ে শুধু আজকের এই মহতি অনুষ্ঠান নয় বিগত দিনের যে সকল কার্যক্রমে সহযোগিতা করেছেন তার জন্যে আমি আপনাদের সকলের নিকট ঋণী, আগামী দিনে এইভাবে পাশে থেকে সহযোগিতায় করবেন আমরা যেন আপনাদের সকলের সহযোগিতা সমাজকে একটা পরিবর্তনের ইঙ্গিত দিতে পারি।