মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
মানিকছড়ি উপজেলার ফকির টিলা জামে মসজিদে নতুন ভবন নির্মাণে প্রায় অর্ধকোটি টাকা অনুদান ঘোষণা করেছেন যোগ্যাছোলার সরকার পরিবার। ভবণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন অর্থদাতা আলহাজ্ব মো. আবদুল হামিদ সরকার।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ জুমা ফকির টিলা জামে মসজিদের জরাজীর্ণ টিন সেট ভবণের পাশে ৩৮ ফুট প্রস্থ ও ৬০ ফুট দৈর্ঘ্য প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবণ নির্মাণকল্পে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, ইউপি সদস্য মো. তৈয়ব আলী, অর্থদাতা আলহাজ্ব মো. আবদুল হামিদ সরকার ও তাঁর মেঝ ছেলে আলহাজ্ব মো. রফিকুল ইসলাম সরকার , উপজেলা মানবাধিকার কমিশনের সদস্য সচিব রমা. আহসানুল কবির আশ্রাফ, পেশ ইমাম মাও. আবুল কালাম, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নানসহ এলাকার শতাধিক মসল্লি উপস্থিত ছিলেন।
এ সময় মসজিদ নির্মাণে অর্থদাতা আলহাজ্ব মো. আবদুল হামিদ সরকার জানান, আমার বড় ছেলে মালয়েশিয়া ও সৌদি প্রবাসী সোহেল রানা‘র সহযোগিতায় ফকির টিলার জরাজীর্ণ মসজিদটি ছাদ বিশিষ্ট ভবণ নির্মাণের উদ্যোগ নিয়েছি। এছাড়া এলাকার বিভিন্ন মসজিদ নির্মাণেও বিগত সময়ে এবং এখনও অর্থ সহায়তা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি।
এর আগে গাড়ীটানা বাজার জামে মসজিদের নতুন ভবণ নির্মাণ (চলমান) কাজে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন আবদুল হামিদ সরকারের মেঝ ছেলে মো. রফিকুল ইসলাম সরকার । এ সময় কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. আবদুল মতিন, মসজিদ কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দীন, সদস্য কাজী রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।