অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
তিন নবজাতক শিশুসহ প্রসুতি মা সুস্থ রয়েছে। একসাথে তিন সন্তানের জন্ম দেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল প্রায় সাড়ে ৭ টায় কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে। একইসাথে ৩ সন্তানের জন্ম দেয় মিথাইনু মারমা (২৩) নামের এক নারী। তিনি উপজেলার চিৎমরম ইউনিয়নে বসবাসরত চাচিংহ্লা মারমার স্ত্রী।
বিলম্বে পাওয়া খবরে জানা গেছে,
কিছুদিন পূর্বে শাররীক সমস্যা নিয়ে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি হয় সন্তানসম্ভবা মিথাইনু মারমা। চিকিৎসকের পরামর্শে সিজার অপারেশনের মাধ্যমে তার ৩ টি সন্তান জন্ম দেয় ওই মহিলা।
খ্রীষ্টিয়ান হাসপাতালের চিকিৎসক ডাঃ বিলিয়ম সাংমা জানান, ভর্তি করার পর প্রথমে আলট্রাসনোগ্রাফি করা হলে ওই মহিলার ২টি সন্তান দেখা যায়। পরে অত্র হাসপাতালে সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ গায়ত্রী সফল সিজার অপারেশনের মাধ্যমে একসাথে ৩টি কন্যা শিশুর জন্ম দিয়েছে মিথাইনু মারমা। বর্তমানে নবজাতক শিশু সহ তাদের মা সুস্থ রয়েছে বলে তিনি জানিয়েছেন।