মিঠুন সাহা, পানছড়ি প্রতিনিধি:
খেলাধুলা মানুষের শরীরকে ও মনকে সজীব রাখে।শিক্ষার্থীরা খেলাধুলায় থাকলে অপরাধ প্রবণতার দিকে ধাবিত হয় না।পানছড়ি ফুটবল একাডেমি বাচ্চাদের ক্রীড়া মুখী করে তুলছে।তাদের কার্যক্রম আমি দেখি এবং খবর রাখি।ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে বলে মুঠোফোনে তিনি জানান।
খাগড়াছড়ি পানছড়িতে ফুটবল একাডেমিকে আটটি ফুটবল উপহার দেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুযেলের পক্ষে একাডেমির প্রধান প্রশিক্ষক ক্যাপ্রুচাই মারমার নিকট এই আটটি ফুটবল তুলে দেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, উপজেলা মৎসজীবীলীগের আহবায়ক অরুণ শীল সহ প্রমুখ।