বাঘাইছড়ি প্রতিনিধি:
স্থানীয়ভাবে মাছের চাহিদা মিটাতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কর্মমুখী মানুষ মাছ চাষে উদ্যোগী হয়ে উঠছেন। নিয়মতান্ত্রিক ভাবে মাছ উৎপাদনের লক্ষ্যে চাষীগণ ‘বাঘইছড়ি মৎসচাষী সমবায় সমিতি লিঃ’ গঠন করেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে উক্ত সমবায় সমিতির পরিচিতি সভা ওসমান গনি’র সভাপতিত্বে ও নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন: উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, পৌর মেয়র মোঃ জাফর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা।
এ সময় বক্তারা বলেন উপজেলায় মাছের ঘাটতি রয়েছে, আশা করি মাছ চাষে আপনাদের সতস্ফুর্ত প্রচেষ্টা বাঘাইছড়িবাসীর মাছের চাহিদা মিটাতে সহায়তা করবে।