মিঠুন সাহা,পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়িতে ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ খেলার পরবর্তী আলোচনা সভায় তিনি বলেন সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই আগামীতে পানছড়ির এই প্রজন্মদের খেলাধুলাতে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সকল খেলোয়াড়দের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন,খেলোয়াড়দের পাশে আমরা সব সময় সাথে আছি।এই ধারা চলমান থাকুক।আমি পানছড়িতে যতদিন আছি আমার আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
২০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টার সময় পানছড়ি উপজেলা মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করেন পানছড়ি ফুটবল একাডেমী বনাম খাগড়াছড়ি পার্বত্য ফুটবল একাডেমী।এতে পানছড়ি ফুটবল একাডেমি দল বিজয়ী হয়।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব,পানছড়ি ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক শাহজান কবির (সাজু),সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলার আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, পানছড়ি উপজেলা ছাত্রলীগের উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল,পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃনাজমুল হোসেন সহ প্রমুখ।
পানছড়ি ফুটবলে একাডেমীর সাধারণ সম্পাদক শাহজান কবির (সাজু) বলেন,পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম মহোদয় আমাদের ফুটবলারদের রীতিমতো উৎসাহিত করে চলেছেন।তিনি আজ সকল খেলোয়াড়দের পানছড়ি থানায় মিষ্টির দাওয়াত করেন।নিজ হাতে সবাইকে মিষ্টি মুখ করান।এই সময় খেলোয়াড়দের তিনি সবসময় খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।