llখাগড়াছড়ি প্রতিনিধি ll
খাগড়াছড়ি সদর পৌরসভার নৌকা মার্কার প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ২০ ডিসেম্বর রোজ রবিবার মনোনয়ন পত্র নির্বাচন কমিশনারের নিকট দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল করার মহতী সময়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,পাজেপ সদস্য মংক্যাচিং চৌধুরী, সহ-সভাপতি মোঃ মনির খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম,নিগার সুলতানা,পাজেপ সদস্য শতরুপা চাকমা, পাজেপ সদস্য শাহিনা আক্তার,দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, অ্যাডভোকেট মোঃ জনাব নুরুল্লাহ হিরু, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পাী চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকগোষ্ঠী, সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম হতে জানা যায় যে,আমরা জেলা আওয়ামী লীগ পরিবার সাংসদ জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সর্বদা ঐক্যবদ্ধ রয়েছি। তাই আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি পৌর শহরের উন্নয়ন ও শান্তির লক্ষে জননেত্রী শেখ হাসিনার মনোনীত যোগ্য প্রার্থী নির্মেলেন্দু চৌধুরীকে সকলের প্রিয় মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।