মংহাইসিং মারমা;বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে অর্তকিতভাবে সন্ত্রাসীদের গুলি বর্ষণের হামলায় দুইজন আহত হয়েছে।
আহতরা হলো – য়ইনসিংনু মার্মা ও মেহাইসিং মার্মা বলে জানা গেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা জাহাঙ্গীরবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার রাজস্থলী থেকে ১৬ জনের একটি পর্যটকবাহী দল জিপ গাড়ি নিয়ে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন কেন্দ্র বগালেক বেড়াতে এসে বিকেলে নিজ গন্তব্য স্থলে ফিরছিলেন। ফেরার পথে জাহাঙ্গীরবাগ নামক এলাকায় গলাচিপা পৌঁছালে রাস্তার পাশের জঙ্গলের ভিতর থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষনের সময় গাড়িতে থাকা দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের প্রথমে বাঙ্গাহালিয়াতে নিয়ে গিয়ে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে। সন্ত্রাসীদের কোনো একটি দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।