মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে চিরকুট লিখে রহস্যজনকভাবে ২ সন্তানের জনক জুরেন ত্রিপুরা (৪০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এসময় তার বাসা থেকে ডাইরিতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেই চিরকুটে লেখা ছিল, ‘আমি জুরেন আমি আসলে কিছু নয় তোমরা জার্জ ভেবেছ তা নয় অমি সত্য বলে দিয়ে য়া।’
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওর্য়াড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় একটি গাছ থেকে গামছা পেঁচানো অবস্থায় জুরেনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত জুরেন ত্রিপুরা ওই পাড়ার অবিচন্দ্র ত্রিপুরার ছেলে ।
নিহত জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা (২৩) বলেন, ভোরে ওঠে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকি আমার স্বামীকে। খোঁজাখুজি এক পর্যায়ে স্থানীয়রাসহ পার্শ্ববর্তী ঝিড়িতে ঝুলন্ত অবস্থায় লাশ আমরা দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে জুরেন ত্রিপুরার লাশটি উদ্ধার করেন।
এই বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত পরিদর্শক (তদন্ত) এসআই গোবিন্দ কুমার শর্মা জানান, লাশটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।