শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার রাজাপালং এলাকায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলার রাজাপালংয়ের মৃত আব্দুল মাজেদের ছেলে ছৈয়দ আলমের বাড়ীতে নলকুপ বসানোর জন্য চকরিয়া উপজেলার সাবেক গোলদী গ্রামের আহমদ শফির ছেলে তৌহিদ টিউবওয়েল শ্রমিক হিসাবে কাজ করার সময় হটাৎ বাড়ীর মালিক ছৈয়দ আলম ঘটনাস্থলে এসে শ্রমিক তৌহিদকে বিদ্যুতের কাজ করতে নিয়ে যায়।এ সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে শ্রমিক তৌহিদ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
পরে পার্শ্বভর্তী লোকজন এগিয়ে এসে দ্রুত উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ব্যাপারে বাড়ীর মালিক ছৈয়দ আলম শ্রমিক মৃত্যুর সত্যতা স্বীকার করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানান।