মিঠুন সাহা,পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর যোগদান উপলক্ষে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলা কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।
এতে পানছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মারমার সঞ্চালনায় ও পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার নবাগত নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
এই সময় আরও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ বিভিন্ন দপ্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৩৩ তম বিসিএস পরীক্ষায় অংশ নেন এবং কৃতকার্য হন।তার জন্মস্থান নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।এর আগে তিনি মানিকছড়ি উপজেলায় এসিল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়া আফরোজ জানান,পানছড়িকে আলোকিত পানছড়ি হিসাবে গড়ে তোলার লক্ষে সবার সহযোগিতা কামনা করেন।