শ.ম.গফুর,উখিয়াঃ
কক্সবাজার উখিয়ায় র্যাব-১৫’র অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারী আটক হয়েছে।
১৫ সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টা ১৫মিনিটের সময় উখিয়ার ব্যস্ততম কোটবাজারস্থ অরিজিন হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করে বলেন, গােপন সংবাদের ভিত্তিতে র্যাব’র একটি আভিযানিক দল কোটবাজার অরিজিন হাসপাতাল এলাকায় অভিযান চালায়।এতে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে কৌশলে আটক করা হয়। এসময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি উখিয়ার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মৃত সব্বির আহমদের পুত্র মোঃ ইব্রাহিম (২৬)।তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।