রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক মহিলাদের জন্য আয় বর্ধক ( আই জি এ) প্রশিক্ষন প্রকল্পেরর ফ্যাশন ডিজাইন ও হস্ত শিল্প প্রশিক্ষনের বাছাই সম্পন্ন হয়েছে। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে বুধবার ১৫ সেপ্টম্বর সকাল ১০ টায় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে উভয় পদের মধ্যে ২৪৯ জন প্রার্থীর মধ্যে ২ ভাগে তার মধ্যে ফ্যাশন ডিজাইন ২৫ জন ও হস্ত শিল্প ২৫ জন প্রার্থী নিয়োগ করা হবে। অংশগ্রহনকারীরা ২০ কার্য দিবসের মধ্যে প্রশিক্ষনে অংশগ্রহন করবে বলে মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা জানান। বাছাই পর্বে উপস্থিত ছিলেন,সাংবাদিক আজগর আলী খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ জিয়া উদ্দিন, উপজেলা প্রোগ্রাম অফিসার আরিফ হোসেন, যুবউন্নয়ন প্রতিনিধি, রিপন চাকমা ও ট্রেইনার, মোহিনী চাকমা ও রুমা চাকমা প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জারি কারক মোঃ হারুনুর রসিদ।