কাউখালী প্রতিনিধি।
দিলোয়ারা আক্তার।
কাউখালী বেতবুনিয়া ইউনিয়নে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে।যা শুরু হওয়ার কথা ছিল ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২০। বিশ্বব্যাপী কোভিড ১৯ করোনা ভাইরাসের কারণে এই কর্মসূচি বন্ধ ছিল।যখন সারাবিশ্বে মহামারী করোনা ভাইরাসের ছড়াছড়ি ছিল তখন রাঙামাটি ও বান্দরবানের কিছু জায়গায় হাম ও রুবেলা আক্রান্ত হয়েছে অনেক শিশু,এমনকি অনেক শিশু মারাও গিয়েছে।
২০ ডিসেম্বর রোজ রবিবার সকাল ৮ টা থেকে বেতবুনিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা স্বাস্থ্যবিধির নিয়ম মেনে হাম ও রুবেলা টিকা প্রদান করা হয়।অত্র এলাকাবাসী তাদের সন্তানদেরকে স্বাস্থবিধি মেনে হাম ও রুবেলা এর টিকা দিয়েছেন ।
এ কর্মসূচি তদারকি করার জন্য ডব্লিওএইচও এর সদস্যরা এসেছিলেন।অত্র এলাকার মেম্বার মহোদয় এসে সার্বিকভাবে তার এলাকাবাসী সঠিকভাবে সেবা পেয়েছেন কিনা চেক করেছেন।সুষ্টুভাবে আজকের টিকাদান সম্পন্ন করায় স্বাস্থকর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।