এম.এস.কে.খোকা
লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় দেড় হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক পাচারকারী কক্সবাজার জেলার উখিয়ার বেলাল উদ্দিনের পুত্র ইকবাল হোসেন নয়ন (২০)। ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই দুলাল বাড়ৈর নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক মাদক পাচারকারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। এসময় তার কাছ থেকে দেড় হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন মাদকের পাচারকারীদের আটক করতে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় অভিযান চলাকালে চট্টগ্রাম অভিমূখি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে দেড় হাজার পিচ ইয়াবাসহ এক মাদত পাচারকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা ২০ ডিসেম্বর সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।