সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ,কর্মহীন দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলো রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর আয়োজনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নে করোনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ দরিদ্র ১০১পরিবারের হাতে নগদ ৪ হাজার ৫০০ টাকা করে মোট ৪লক্ষ ৫৪ হাজার ৫০০ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেন। আগামীতে ও বিভিন্ন পরিবারকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানায় রেড ক্রিসেন্ট সোসাইটি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুছ ফরাজী,আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.সায়েদ ইকবাল, রেড ক্রিসেন্ট সোসাইটির আইসিআরসি এর উপদেষ্টা শিরীন সুলতানা,বান্দরবান ইউনিট এর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম চৌধুরী,সেক্রেটারী অমল কান্তি দাশ,ইউনিট লেভেল অফিসার মোশারেফ হোসেনসহ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর নির্বাহী সদস্যসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।