নিজস্ব প্রতিনিধি :
রাঙ্গামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৫৮৫ জন জেলেদের মাঝে ভিজিএফ আওতায় গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ২০কেজি হারে চাল তুলে দেন সদর উপজেলা প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
শনিবার (৯ সেপ্টেম্বর ) সকাল ১১.০০ টায় রাঙ্গামাটি শহরের তবলছড়িস্থ খাদ্য গুদামে সামনে মগবান ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ৫৮৫ জন জেলে দুঃস্থ পরিবারের মাঝে ২০কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রশিদ, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমাসহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ ।