মিঠুন সাহা,পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ৪ নং লতিবান ইউনিয়নের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচিতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনচারুল করিম।
এই সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহিম,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইউআই প্রশিক্ষিকা টুনি দেওয়ান,ইউনিয়ন দলনেতা বিনয় চাকমা,দলনেত্রী লিপি চাকমা সহ প্রমুখ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ সাব্বির হোসেন জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবে এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) আনচারুল করিম বলেনঃযুব সমাজকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। অস্ত্রবিহীন এই প্রশিক্ষণ যেকোন দুর্যোগ মোকাবেলায় দেশ ও সমাজকে রক্ষার্থে সহায়ক হবে।আর তাছাড়া এই প্রশিক্ষণের মাধ্যমে শান্তি,শৃঙ্খলা ও নিরাপত্তা সম্পর্কে সঠিক ধারণা লাভ করবে আমাদের যুবসমাজ।
সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।
উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় যা শেষ হবে থেকে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ।