অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে ইউনিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বাধন করা হয় বুধবার (৮ সেপ্টেম্বর)। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক ২দিন ব্যাপী শিক্ষার্থীদের ইউনিক আইডি নাম্বার প্রদান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান। উদ্বোধনী বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ, কর্ণফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী। পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইনফ্রারেড থার্মোমিটার প্রদান ও প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে করোনা প্রতিরোধে হ্যান্ড ওয়াশিং বেসিন উদ্বোধন করা হয়। এসময় সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রধানগণ উপস্থিত ছিলেন।