চট্টগ্রামের অভিজাত ক্লাব চিটাগাং ক্লাবের নির্বাচনে শিল্পপতি নাদের খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী মনজুরুল হক মনজু। নির্বাচনে নয় নির্বাহী সদস্য পদে জাবেদ হাশেম নান্নু, ইমতিয়াজ হাবিব(রনি), সৈয়দ আহসানুল হক (শামীম), রুমানা হায়াত, মাহবুবুল কবির খান, আলী আহসান (সেলিম), মো. আজিজুল হাকিম , এএএম ইমতিয়াজ চৌধুরী (রকি). মঞ্জুরুল আলম (পারভেজ) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৮৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চিটাগাং ক্লাবের নির্বাচনে নাদের খান চেয়ারম্যান নির্বাচিত।
মোঃ সিরাজুল মনির
চট্টগ্রাম ব্যুরো।
ভোট গ্রহনের আগে গতকাল সকাল এগারটায় শুরু হয় চিটাগং ক্লাব লিমিটেডের সাধারণ সভা। ক্লাবের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, ক্লাব নির্বাহী কমিটি মেম্বার নুর উদ্দিন জাবেদ ইমতিয়াজ হাবিব (রনি), মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), এ.এম. ইমতিয়াজ চৌধুরী (রকি), সৈয়দ আহসানুল হক (শামিম), আবু আহমেদ হাসনাত, মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলি আহসান (সেলিম), মঞ্জুরুল আলম (পারভেজ) উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম এবং যুগ্ন আহ্বায়ক ছিলেন মোসলেম উদ্দিন এবং রফিকুল করিম।
Leave a comment
Leave a comment