টুয়েল চাকমা,নানিয়ারচর:
নানিয়ারচর উপজেলা পরিষদের পক্ষথেকে সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা চেয়ারম্যান এর বাসভবনের সামনে থেকে বুড়িঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর এসেম্বেলীর জন্য সাউন্ড সিস্টেম প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:নুরজামাল হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,প্রিয়োতস দত্ত(২নং নানিয়ারচর,১নং ওয়ার্ড ইউপি সদস্য) ও বুড়িঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রন বিকাশ চাকমা এবং উপজেলা পূর্বকোন প্রতিনিধি মো:নাজমুল হোসেন রনি।
এসময় প্রধান শিক্ষক বাবু রন বিকাশ চাকমা(প্রাক্তন ভাইস চেয়ারম্যান ) সাউন্ড সিস্টেম বুঝে নেন,তিনি ছোট একটা বক্তব্যে বলেন,বিদ্যালয়টির সাউন্ড সিস্টেম না থাকায় এসেম্বিলীর জন্য খুব অসুবিধা হত,এখন শিক্ষার্থীদের জন্য সুবিধা হল,বিদ্যালয়টি ধীরে ধীরে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।