অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই নতুন বাজার এলাকা থেকে ইয়াবাসহ তারেক নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে বারটায় নতুন বাজার আমানত হোটেলের সামনের সড়ক হতে ৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান ফোর্সসহ অভিযান চালিয়ে ‘ডার্বি সিগারেটের প্যাকেট ভর্তি ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, আটক যুবক কাপ্তাই “থ্রি স্টার বোডিংয়ের” ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) আটক যুবককে মাদক মামলায় রাঙামাটি আদালতে প্রেরণ করেছে।