ইউনুছ আরফিন,রাঙ্গামাটি:
রাঙ্গামাটি জেলার অন্যতম সাহিত্য সংগঠন ‘পার্বত্য কাব্যে’ র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির জ্ঞানী,গুণী ও তরুণ লেখকবৃন্দ।
আজ শনিবার (১৯- ডিসেম্বর ২০২০) বিকাল ৩:০০ ঘটিকায় রাঙ্গামাটি সদরের ভেদাভেদী শহরের “শেখ রাসেল পাঠাগারে” এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা মো: রেজাউল করিম (পিন্টু) বলেন, ২০১৭ সালের ১৯-এ ডিসেম্বরে অনলাইনে ‘পার্বত্য কাব্যে’র যাত্রা শুরু করে, গুটিগুটি পা পা করে ব্যাপক পরিসরে লেখকদের সংখ্যা বাড়তে থাকে এবং করোনা ভাইরাস মহামারীর পারম্ভে পার্বত্য কাব্য সামাজিক সংগঠনেও রূপান্তরিত হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি মো: হাসান মনজু বলেন, লেখকগণ হলেন সমাজের দর্পণ, লেখকরা সমাজের নিপিড়ীত,নির্যাতিত, ছিন্নমূল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা,ইত্যাদি চিত্র তুলে ধরে, তাই এটি একটি মহান পেশা বলে আমি মনে করি।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বর্ষ পালন করে সংগঠনটি, এবং সকল সদস্যগণ স্বরচিত কবিতা আবৃত্তি করে।
সভাপতিত্ব করেন পার্বত্য কাব্য কেন্দীয় পরিচালনা পর্ষদের সভাপতি কবি সুনিল কান্তি চাকমা আরও উপস্থিত ছিলেন অত্র পর্ষদের সহ সভাপতি, প্রাক্তন শিক্ষিকা ও জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া আক্তার, কবি হাসান শরীফ, কবি কামরুল হাসান, কবি এইচ এম আলাউদ্দীন, সহ আরও অনেকে। সংগঠনটির দেশ বিদেশের শাখা সমূহ একই দিনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।