নিহার বিন্দু চাকমা,রাঙ্গামাটি সদর থেকে:
রাঙ্গামাটির প্রয়াত ক্রীড়বীদদের স্মরণে এবং ফুটবলের জাগরণ, প্রচার-প্রসারে রাঙ্গামাটিতে প্রথমবারের মত আয়োজিত লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গামাটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আহবায়ক রাজিব ত্রিপুরা মিল্টনের সভাপতিত্বে লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ শাহজাহানের সঞ্চালনায় ফাইনাল খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, রাঙ্গামাটি সদর উপজেলা প্যানেল মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোৎন্সা বেগম, জেলা আওয়ামীলীগের নেতা মমতাজ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাওয়াল উদ্দিন, জেলা যুবলীগ নেতা মোঃ আবু তৈয়ব ও যুবলীগ নেতা মোঃ সেলিম প্রমূখ।
সমাপনী খেলায় সানরাইজ স্পোটিং ক্লাব ৫-০ গোলে রিজার্ভমুখ স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বৃহত্তর রিজার্ভ বাজার খেলোয়াড় সমিতির আয়োজনে লিজেন্ড ফুটবলার স্মৃতি উন্মুক্ত ফুটসাল ফুটবল টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশ নেয়।