খাগড়াছড়ি জেলার মহালছড়ি টু সিন্দুকছড়ি ইউনিয়নে সদ্য নির্মিত দৃষ্টিনন্দন যৌথখামার সড়কে আজ ০৩-০৯-২০২১ইং রোজ শুক্রবার সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকায় পোনামাছ বাহী মিনিট্রাকটি উল্টে ৫ জন আহত হন।
মহালছড়ি টু সিন্দুকছড়ি সড়কের যৌথ খামার পাড়া এলাকায় কুমিল্লা থেকে ছেড়ে আসা মাছের পোনা বহনকারী মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। গাড়িতে থাকা পাঁচজন ব্যক্তির সকলেই গুরুতর আহত হয়। আহতদেরকে ধুমনিঘাট ক্যাম্প এবং স্থানীয় জনগণের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা স্থলে পুলিশ আছে। বর্তমানে আহত ব্যক্তিগণ মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানান যে, আহত সকলের অবস্থা মোটেও ভালো নয়,তাদের সকলকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করা হবে।
উক্ত দুর্ঘটনার গুরতর আহত ব্যক্তিদের নাম ঠিকানা
(১)পিন্টু চন্দ্র দাশ (৩০)পিতাঃ উত্তম কুমার দাশ
জেলাঃ কুমিল্লা,(২)মোরশেদ (৩৫) পিতাঃ শামীম, গামারীডালা (বীজিতলা)খাগড়াছড়ি। (৩)মোরশেদ (৩০)পিতাঃ আব্দুল আজিজ জেলাঃ কুমিল্লা, (৪)রায়হান (৩৫) নাঙ্গলকোট জেলাঃ কুমিল্লা, (৫)সামছু (৪৫) নাঙ্গলকোট জেলাঃ কুমিল্লা।