রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মৎস্য খামারিদের মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ছাদেক।
এসময় উপজেলার ৩ জন মৎস্য খামারিদের মাঝে এক বস্তা করে মাছের খাদ্য বিতরণ করা হয়।
এ সময় মৎস্য অফিসার ছাবেদুল হক মাছ চাষীদের মাছের পোনা উৎপাদন ও বৃদ্ধি এবং বাজারজাতকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন, খাদ্য বিতরণের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সহ সভাপতি চাউচিং মারমা, মৎস্য অফিসের মাঠ সহায়ক চিংনুমং মারমা, মাছ চাষী নুরনবী, সাগর দাশ সহ অন্যানরা উপস্থিত ছিলেন।