(রিপন ওঝা, নিজস্ব প্রতিনিধি)
মহালছড়ি উপজেলাতে সদর ইউনিয়নের বাজারে মূল কাউন্টারে আজ ১লা সেপ্টেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় মহালছড়ি টু চট্টগ্রাম ছেড়ে যাওয়ার বাস কাউন্টারে ৩৬ সিটের বাস কোচের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা সভাপতি-সৈয়দ হোসেন ও প্রধান অতিথি হিসেবে সাধারণ সম্পাদক- আলহাজ্ব আব্দুর রহমান, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মহতী এ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরিদ সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ দে, বিশিষ্ট ব্যবসায়ী সত্য দে, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান, বাস কাউন্টার লাইনম্যান হারাধন বণিক ও স্থানীয় সাংবাদিকগণ।
উক্ত এ শুভ উদ্বোধনীর কার্যক্রমে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে বাবলু চৌধুরীর সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল সভাপতিত্ব করেন।