নিজস্ব প্রতিবেদক, উখিয়া, কক্সবাজার:
উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্তে বিদ্যালয় আঙ্গিনায় খালি জমিতে ছোট্ট পরিসরে নামাজ পড়ার জন্য একটি এবাদত খানা নির্মাণের উদ্যোগ নিলেন রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।
উক্ত এবাদত খানায় কুতুপালং রাস্তার মাথা এলাকার লোকজন ছাড়াও শিক্ষার্থীরাই সহজেই নামাজ আদায় করতে পারবে বলেও আশাবাদী।
উল্লেখ্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের পিতা মরহুম মৌলবী বখতেয়ার আহমদ মেম্বার উক্ত স্কুলের সভাপতি থাকাকালীন সময়ে এবাদত খানা নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তাহার অকাল মৃত্যুতে তা আর পুরণ হয়ে উঠেনি। ফলশ্রুতিতে পিতার অসমাপ্ত স্বপ্ন পুরণে হেলাল উদ্দিন বদ্ধপরিকর বলে এক প্রতিক্রিয়ায় জানান।