০৭ নং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ০৭ নং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে বায়সা চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে বিশাল স্মরণ সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।
০৭ নং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি,ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মেজর জেনারেল অবঃ অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন এম, পি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন।
ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও মেয়র ঝিকরগাছা পৌরসভা মোঃ মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, মহিলা ভাইস চেয়ারম্যান লুবণা তাক্ষী। ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি মোঃ হারুন অর রশীদ আওয়ামী লীগ নেতা মোস্তফা হাসান ফিরোজ সহ নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ এর বিভিন্ন গ্রাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী প্রেমী নেতৃবৃন্দ।