অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধায় ১ ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম এম এ মান্নান (৭৩)। তিনি কাপ্তাইয়ের শিলছড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট তিনি কাপ্তাই উপজেলা হাসপাতালে ভর্তি হন এবং গত ২২ আগষ্ট তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এবং চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার সন্ধায় তিনি হাসপাতালে মারা যান।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে এম এ হান্নান নামের এক ব্যক্তি গত সোমবার মারা গেছে।
এদিকে এম এ হান্নান এর পারিবারিক সূত্রে জানা যায়, তার দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে। এনিয়ে কাপ্তাই উপজেলায় করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৭ জন।