নিজস্ব প্রতিবেদক:-
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বড়ইছড়ি- ঘাগড়া সড়কের পাশে কুকিমারা এলাকায় দূর্বৃত্তের গুলিতে ৭০ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছে। নিহতের নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা। নিহত ব্যাক্তি পেশায় একজন কৃষক বলে স্থানীয়রা জানান। সোমবার বিকেলে তিনি উক্ত রাস্তা দিয়ে কৃষি কাজ সেরে তাঁর বাড়িতে ফেরার পথে দূবৃর্ত্তের গুলিতে নিহত হন বলে জানান ইউপি সদস্য অংসাপ্রু মারমা।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। ওসি জানান এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তবে নিহত ব্যাক্তিকে কেন বা কারা গুলি করেছে তা এখনোও জানা যায়নি।