টুয়েল চাকমা,নানিয়ারচর প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন (ফাহিম) স্থানীয় সাংবাদিক গণের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত মতবিনিময় সভায় নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তোফাজ্জল হোসেন (ফাহিম) ২৮ আগষ্ট – ০৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক রাঙ্গামাটির সংবাদদাতা ও নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম, দৈনিক পূর্বকোনের সংবাদদাতা ও নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন, ৭১ টিভির নানিয়ারচর উপজেলার সংবাদদাতা মেহেরাজ হোসেন সুজন, দৈনিক আজকের জনবানী পত্রিকার সংবাদদাতা মোহাম্মদ ফারুক দেওয়ান।