মংহাইসিং মারমা,বান্দরবান প্রতিনিধি:
৭ সাংবাদিকসহ ১১ জনের বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরী কর্তৃক ৫০০ কোটি টাকা মিথ্যা, হয়রানিমূলক ও মানহানি মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দরা।
২৮ (আগস্ট) শনিবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বান্দরবানে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও বিটিভি টেলিভিশন জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, সিনিয়র সাংবাদিক প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, রিপোর্টাস ইউনিটি সভাপতি ও ভোরের কাগজ জেলা প্রতিনিধি মংসাংনু মারমাসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সাংবাদিক অত্যাচার ক্রমাগত বেড়েই চলছে। এইভাবে দিন দিন নির্যাতন নিপীড়ন চলতে থাকলে একদিন এই সাংবাদিকরা দেশের কোন জায়গায় ঠাঁই হবে না। এই ঘটনাটিকে সুষ্ঠ তদন্ত ও সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন প্রতিবাদ সমাবেশে।