নানিয়ারচর প্রতিনিধি :
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ ইউপিডিএফ (প্রসীত) দলের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতের নাম সুবন্ত চাকমা (৩০)। সে নানিয়ারচর উপজেলার বেতছড়ি দোসর পাড়া এলাকার মৃত লক্ষী বিলাস চাকমা’র ছেলে।
থানা সূত্রে জানা গেছে, (২৪ আগস্ট) মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ১৮ মাইল নামক এলাকায় যৌথনিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সুবন্ত চাকমাকে আটক করেন।
এ সফল অভিযানে তার কাছে পাওয়া গেছে , ০৪ টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ অর্থ।
এদিকে নানিয়ারচর সেনা সূত্রে জানিয়েছেন,এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।,
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো:সাব্বির রহমান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার যৌথ অভিযানে সন্ত্রাসী সুবন্ত চাকমাকে গ (৩৮৫/৩৮৬) ধারায় মামলা দায়ের করে এবং আজ বুধবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।