মংহাইথুই মারমা, রুমা(বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানে রুমা উপজেলার সদর ইউনিয়নে বাচারদেও পাড়ার এলাকায় গহীন অরণ্যে সন্ত্রাসীদের পুটে রাখা মটার্র গোলা বারুদ উদ্বার করেছে সেনাবাহিনী। গতকাল রোববার দুপুরে থেকে জোনে দায়িত্বরত ২৮-বীর এক দল সেনাবাহিনীর কর্তৃক বর্গ-৪৬৩৬ সন্ত্রাসীদের মজুদ রাখা গোলা বারুদের ভান্ডারে একটি সফল অভিযান পরিচালনা করা হয় ।
সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্য ভিত্তিতে রুমা জোন কমান্ডার লে:কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি, মেজর মুহতাদী কামাল আহমদ, এসইউপি এবং ক্যাপ্টেন অনিন্দ্য ইমতিয়াজ এর নেতৃত্বে অভিযান দলটি পৌঁছায়। অস্ত্রধারী গ্রুপ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অন্যত্র সরিয়ে যায় ।
গোয়েন্দা তথ্য ভিত্তিতে বাচারদেও পাড়ায় বেশ কিছু চিহ্নিত স্থানে অভিযান দল কর্তৃক সমগ্র এলাকার ঘেরাও করে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযান এলাকায় তল্লাশি করে কোন সন্ত্রাসীকে খুঁজে না পাওয়া গেলেও পাহাড়ের ঢালে মাটির নিচে লুকিয়ে/পুটিয়ে রাখা অবস্থান থেকে শক্তিশালী মটার্র এর ১২টি গোলা বারুদ উদ্বার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন গনমাধ্যম কর্মীদের।
পরবর্তীতে এলাকার বাসী সুরক্ষা নিশ্চিতকল্পে ২৮বীর এর ১৭সেনা সদস্যর একটি দল ০২দিন যাবত অভিযান এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম সেনানিবাস থেকে আগমনকারী চৌকস দল বোম্ব ডিসপোজল দল উক্ত এলাকায় পৌঁছে সকল গোলা বারুদ নিষ্ক্রিয় করা পর্যন্ত সেনাদলটি উক্ত এলাকায় অবস্থান করবে ।
গোপন সূত্রে জানা যায়, কিছু সশস্ত্র সাম্প্রদায়িক উগ্রবাদী বাহিনীর সামনে ইউপির নির্বাচনকে কেন্দ্র করে পক্ষপাতদুষ্ট করতে মাস্টার প্ল্যান করতে পারে বলে আশঙ্কা করছেন সেনাবাহিনী।
জোন কর্তৃক জানিয়েছেন জনসাধারণের শত শত প্রাণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮বীর সব সময় সজাগ। তারা আরো জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।