নানিয়ারচর প্রতিনিধি :
রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার, ৩নং বুড়িঘাট ইউনিয়ন, গর্জনতলী গ্রামের মেধাবী ছাত্রী হেলি চাকমা, বয়স-১৯, পিতা-যাত্রাধন চাকমা। সে রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউট হতে ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।সে গ্রামে অবস্থানরত কালে তার বাবার সাথে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে কোমড়ে গুরুতরভাবে আঘাত পালে, তৎক্ষণাৎ চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তুু রাঙ্গামাটি সদর হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার কোমড়ের অপারেশন করানো জন্য বিরাট অর্থ ব্যয় করতে হচ্ছে, উন্নত মানের চিকিৎসার জন্য দীর্ঘ ৪ মাস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার চালানো হয়।
কিন্তুু তাঁর গরিব বাবা তার মেয়ের চিকিৎসার জন্য তাদের জমিজমা ও সম্পত্তি বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তার বাবার আর্থিক সমস্যার কারণে বর্তমানে রাঙ্গামাটিতে চিকিৎসাধীন রয়েছে।এছাড়াও মেধাবী ছাত্রী হেলি চাকমা তার পা দুটি নাড়াচাড়া করতে অক্ষম হয়ে পড়েছেন।
বর্তমান চিকিৎসারত ডাক্তার পরামর্শ দেন তাকে দ্রুত ভারতে উন্নত মানের চিকিৎসা দিলে ভালো হয়ে যেতে পারে। যা তার গরিব বাবার পক্ষে একেবারে সম্ভব নয়, তাই গরিব মেধাবী ছাত্রী হেলি চাকমার উন্নত চিকিৎসার জন্য কোন হ্নদয়বান, বিত্তবান ও সেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।এছাড়াও যে যতটুকু সম্ভব আর্থিক সাহায্য সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে তার বড়ভাই এলকু চাকমা(যোগাযোগ নং-01643669448) রাঙ্গামাটি নিউজটোয়েন্টিফোরকে জানিয়েছেন,উপজেলা ও জেলা প্রশাসন থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়ালে,সু-চিকৎসার মাধ্যমে বোনটি সুস্থ হয়ে যেত।