অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- বন্ধকালীন অবৈধ ভাবে কাপ্তাই হ্রদের মাছ সড়ক পথে পাচারকালীন যৌথবাহিনীর অভিযানে কাপ্তাই থেকে চালক হোসেন মিয়াসহ সিএনজি চালিত একটি অটোরিক্সা আটক করা হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায়।
ওইদিন কাপ্তাই বিজিবি, বিএফডিসি ও নৌ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে টেংড়া, চিংড়ি, আইড়, কাঁচকি ও চাপিলা মিলে ৬০ কেজি মাছসহ ওই ব্যক্তিকে আটক করে। আটক মাছগুলো সরকারি নিয়ম অনুযায়ী নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেয়া হয়েছে। এবং বিভিন্ন বিবেচনায় সিএনজি চালিত অটোরিক্সাটি (চট্টমেট্রা-ক,১৩-২২৩৪) আটক রেখে পাচারকারীকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান, বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্র প্রধান। কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মোঃ মাসুদ আলম জানান, প্রজনন মৌসুমে তিন মাস যাবৎ কাপ্তাই হ্রদে মাছ প্রজনন, আহরণ, পরিবহণ ও বাজারজাত করণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। ইতিপূর্বে অবৈধভাবে মাছ শিকার করায় যৌথ বাহিনীর অভিযানে নৌকা ও জাল আটক করা হয়েছে।