শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বৃহস্পতিবার (১৯শে আগস্ট) এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতগাঁও সাকিনস্থ লছনাবাজার ও মির্জাপুর ইউপির বৌলাছড়া চা বাগান থেকে মোট ০৬ কেজি ৫০০গ্রাম গাঁজা সহ ০৩ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃতরা হলেন চুনারুঘাট থানার ষাড়ের কোনা গ্রামের বাসিন্দা সাবু মায়ার ছেলে মোঃ হিরন মিয়া (২২) ও চুনারুঘাট থানার চানপুর গ্রামের বাসিন্দা জলিল আহমেদের ছেলে মোঃ রশিদ মিয়া (২৪) কে ০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়
অপরদিকে মির্জাপুর ইউপির বৌলাছড়া চা বাগান (কোয়ার্টার লাইন) থেকে মৃত মানিক ভৌমিজ এর ছেলেসুমন ভৌমিজ (২৫)কে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
পুলিশ সুত্রে আরো জানা গেছে যে, এ দুটি বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে পৃথক পৃথক ০২ টি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের বিচারের নিমিত্তে আদালতে সোপার্দ করা হয়েছে।