অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার (১৯ ডিসেম্বর) থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা(who) এর রাঙামাটি জেলার সার্ভিসেস এন্ড ইউনাইট জোনাল মেডিকেল অফিসার ডাঃ জয়ধন তনচংগা, চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের নিউরোলজিস্ট বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডাঃ মনজুরুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এইবার উপজেলার ৫ টি ইউনিয়নে সর্বমোট ১০২৭০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে যার মধ্যে ৯ মাস থেকে ৫ বছরের ৫১১০ জন শিশু এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৫১৬০ জনকে শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।