১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার ভয়াল দিন। ২০০৫ সালের এই দিনে মৌলবাদী জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একযোগে ৬৩ জেলায় ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। রাঙ্গুনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও প্রজন্মলীগের যৌথ আয়োজনে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের দাবিতে (মঙ্গলবার) ১৭ আগস্ট সমাবেশ করেছে দলীয় কার্যালয়ে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। তিনি অপশক্তি ও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ।
সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া প্রজন্মলীগের সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম। বক্তারা ১৭ আগস্টে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত পলাতক জঙ্গি ও জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানান।
আরও বক্তব্য রাখেন চট্রগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর চেয়ারম্যান, পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, উপজেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল হালিম, সদস্য আবু মনসুর, স্বেচ্ছাসেবকলীগের দেলোয়ার, হেলাল তালুকদার, মুসা তালুকদার, আবু তৈয়ব, আবু হানিফ প্রমুখ নেতৃবৃন্দ।