লেখক: হাবীবুল্লাহ মিসবাহ।
নেশা নেশা নেশা! আজ চারিদিকে নেশা,
নেশাই হয়ে যাচ্ছে আজ সকল লোকের পেশা।
নেশা খেতে যদি দেয় কেউ বাধা,
নেশাখোর বলে, তুই কি এর মর্ম বুঝিস?গাধা!
সকলের সম্মুখে নেশা খায় যে জন,
তার মধ্যে রহিয়াছে যুবক, বৃদ্ধ, তরুন-
তারা করিতে পারে সবাই নেশাখোর নির্মূল।
ভাব ভাব ভাব! একটু গভীরভাবে ভাবো,
নেশার সান্নিধ্যে আজ পড়িছে সবাই,
ওখান হইতে কি ফেরার কোন পথ নাই?
নেশাক্ত দল-
পায়ের উপর পা তুলিয়া নেশা খেতে বসে,
মনে মনে ভাবে তারা –
তাদের মতো বাহাদুর নেই কোন দেশে।
দেশের তরুন যুবক বৃদ্ধ সকলে এক হও,
সর্বস্তরের মানুষ নেশার প্রতিরোধে রুখে দাঁড়াও।
হে সকল কিশোর তরুন প্রবীণ যুবক ভাই-
আমাদেরই করিতে হবে নেশাদ্রব্য নির্মূল –
একাজটি করার জন্য আর কেউ তো-
সামনে অগ্রসর হওয়ার মতো নাই।
আমরা যদি আগামী দিনে সোনালী প্রভাত ছড়াতে চাই,
বিনা দ্বিধায় নেশাদ্রব্য ছুঁড়ে ফেলে দেই ভাই,
আমরা যদি পরকালে শান্তি পেতে চাই,
নেশাদ্রব্য ত্যাগ করিয়া সরল পথে যাই,
তবেই আমরা আপন লক্ষ্যে পৌঁছতে পারবো ভাই।
আসুন আজ প্রতিজ্ঞা করি সকলে,
বাংলাদেশের সর্বস্তরের মানুষ এক হয়ে,
সকল প্রকার নেশাদ্রব্য এদেশ থেকে দেবো তাড়িয়ে।