নিজস্ব প্রতিবেদক,উখিয়া(কক্সবাজার)থেকে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করেছে।১৫ আগষ্ট সকালে কোরানখানি, তুমব্রু বাজারস্থ ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা অর্ধনমিত করণ,দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ,শোক র্যালি,দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর এর সভাপতিত্বে,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর আজিজ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন,রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প ব্যবস্থাপক মশহুর উর রহমান লিটন।
এতে অন্যান্যদের মধ্যে তরুণ আওয়ামীলীগ নেতা এড.তারেক আজিজ আওয়ামীলীগ নেতা জামাল হোসেন,নুরুল আলম নুরু,নুরু মাঝি,যুবলীগ নেতা জসিম উদ্দিন,ইউপি সদস্য আবুল কালাম,আনোয়ারুল ইসলাম সিকদার,শফিক মেম্বার,মোঃআলম,দিল মোহাম্মদ ভুট্রো, মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম,আনোয়ারা বেগম, খালেদা বেগম,যুবলীগ নেতা শফিউল আলম,মুস্তাকিম আজিজ,উপজেলা ছাত্রলীগ নেতা বোরহান আজিজ,
জহির খান বাপ্পী প্রমুখ সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা পরবর্তী বিশেষ দোয়া মাহফিল শেষে গণভোজে শত-শত দলীয় নেতাকর্মী ছাড়াও আমজনতা ও শিশুরা অংশ নেয়।
অপরদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ-অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে।
১৫ আগষ্ট সকালে বেতবনিয়া বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ,দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ,শোক র্যালি,দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজের সভাপতিত্বে, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ নুর হোসেন ও ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী।
এসময় তরুণ আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মোঃফরিদ, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপেন্দ্র লাল কারবারী, ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি ডাঃ শাহজাহান,ঘুমধুম ইউপির প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবসার কামাল, তরুণ আওয়ামীলীগ নেতা এম.ছৈয়দ আলম ও যুবলীগ নেতা শাহকামাল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় আওয়ামীলীগ নেতা জাহেদ হোছন,ছৈয়দ নুর,মৌঃ আবদুল গফুর,নুরুল হক নুরু আব্বাস উদ্দিন,যুবলীগ নেতা ওমর সাদেক,সাবেক ছাত্রনেতা শেখ জামাল, সোহেল,জাহাঙ্গীর, সাইফুল,বাবুল,ছাত্রলীগ নেতা ওমর ফারুক, তুহিন,মেহেদী,আরমান সহ বিভিন্ন স্তরের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা পরবর্তী বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শেষে গণভোজের আয়োজনে শত-শত দলীয় নেতাকর্মী, সাধারণ আমজনতা, আবাল বৃদ্ধ বনিতা ও শিশুরা অংশ নেয়।