ষ্টাফ রিপোর্টার :
রাঙামাটির বরকল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরকল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দিবসটি উদযাপন করেছে। দিনের শুরুতেই অর্ধনমিত জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বরকল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাত কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোতালেব মুন্সি উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য নাছির উদ্দীন মহারাজ, শাহীন আলম, মোঃ হাসান, সহ বরকল সদর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাধারণ সম্পাদক, বরকল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বেলাল সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।