মো আরিফুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতা যাকে ছাড়া কল্পনাতীত সেই আপামোর জনতার প্রাণপ্রিয় নেতা,মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ৪৬ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা – কর্মীরা যথাযথ মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক দূরত্ব মেনে বরকলের ম উপজেলা প্রশাসন ভবনের সামনের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পার্ঘ প্রদান করেন বরকল উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পুলিশ,স্বাস্থ্যবিভাগ,মহিলা অধিদফতর,কৃষি অফিস,এলজিইডি,শিক্ষা বিভাগ আওয়ামীলীগ, ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিকসংগঠনসহ সর্বস্তরের জনগণ।
উপজেলা পরিষদের পক্ষ হতে উপস্থিত ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,ভাইস চেয়ারম্যার সুচরিতা চাকমা,শ্যামরতন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জুয়েল রানা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলতান মাহমুদ,উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা মং ক্যাচিং সাগর,অফিসার ইনচার্জ কাজী জসিম উদ্দিন, যুব লীগের সাধারন সম্পাদক মো মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ইউএনও মো জুয়েল রানার তত্বাবাধনে অতিথিবৃন্দেন উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষে দিনব্যাপী বৃক্ষ রোপন,চারা ও ত্রান বিতরনসহ, সাংস্কৃতিকসেবীদের আর্থিক সম্মাননা,দোয়া, ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়।