অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলার লগগেইট শ্রীশ্রী জয়কালী মন্দিরের কার্যকরী কমিটি গঠনের লক্ষে শুক্রবার (১৮ ডিসেম্বর) মন্দির প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দির কমিটির উপদেষ্টা, কর্মকর্তা, সদস্য সকলের উপস্থিতিতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হন সমীর প্রসাদ ধর এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন প্রিয়তোষ ধর পিন্টু এবং সেইসাথে অর্থ সম্পাদক নির্বাচিত হলেন প্রদীপ কান্তি দে।
শ্রীশ্রী জয়কালী মন্দিরের নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, শীঘ্রই নতুন কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এবং সেইসাথে তিনি নতুন কমিটির পক্ষ হতে সকলকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।