খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে খাগড়াছড়ি সদর উপজেলার ভূয়াছড়ির বরিশাল টিলায় ৯আগস্ট রোজ সোমবার ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি) আল হেরা জামে মসজিদের শুভ উদ্বোধন করেন।
উক্ত এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু),জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, সদস্য জননেতা খোকনেশ্বর ত্রিপুরা, সদস্য জনাব মোঃ মাঈন উদ্দিন,সদস্য নিলোৎপল খীসা, সদস্য শুভ মঙ্গল চাকমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, সদর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি মিন্টু ত্রিপুরা ও সকল পর্যায়ের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাগণ।
উদ্বোধনের বিশেষ মুহূর্তে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি) বলেন মহামারি করোনায় সারা বিশ্ব যখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ঠিক তখনেই জন সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রচেষ্টায় অসাম্প্রদায়িকতায় গড়ে ওঠেছে নিরাপদ বাংলাদেশ। একই সাথে মিলেমিশে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে আন্তরিকতা, সহানুভুতি, ভালোবাসায় এ ধরাতে শান্তির নিবাস ভূমি গড়ে উঠবে বলে আশা করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ভূয়াছড়ির বরিশাল টিলায় আল হেরা জামে মসজিদ ৩০লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে।