মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পাশের জঙ্গলে অজ্ঞাত এক নারী লাশ উদ্ধার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।
শনিবার (০৭ আগস্ট) রাত ১১টা দিকে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর খামার বাড়ির জাহাঙ্গীর বাগ রাবার বাগান পার্শ্ববর্তী এলাকার রাস্তার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঐ এলাকার কয়েকজন লোক পা-হাত বাঁধা অবস্থায় এক মহিলার মরদেহ দেখতে পায়। এসময় তারা ওই নারীর লাশটি দেখে কেউ চিহ্নিত করতে পারেনি। পরে বান্দরবান সদর থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, কে বা কারা খুন করেছে তা তদন্ত করে বিস্তারিত জানা যাবে। তবে লাশটিতে গলা ও হাতে আঘাতে চিহ্ন রয়েছে। কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে ধারণা করা হচ্ছে।